1. admin@ennbanglatv.com : admin :
কিশোরগঞ্জ ডায়াবেটিক এন্ড চক্ষু হাসপাতালের পূণঃ উদ্ধোধন৷ - ENN Bangla Tv

কিশোরগঞ্জ ডায়াবেটিক এন্ড চক্ষু হাসপাতালের পূণঃ উদ্ধোধন৷

লেখক:
প্রকাশ: ৩ years ago

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় ২৬ আগস্ট শুক্রবার সকাল ১১ টার সময় ডায়াবেটিক এন্ড চক্ষু হাসপাতালের পূণঃ উদ্ধোধন করেন নীলফামারী -৪, কিশোরগঞ্জ, সৈয়দপুর সংসদ সদস্য জনাব আহসান আদেলুর রহমান আদেল।

উদ্বোধনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-আলম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী -৪, কিশোরগঞ্জ, সৈয়দপুর সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।

বিশেষ অতিথি ছিলেন এম পি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, থানা অফিসার ইনর্চাজ রাজিব কুমার রায়, সমাজসেবা অফিসার জাকির হোসেন, এবং নয় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবর্গ।

এ সময় প্রধান অতিথি তার বক্ত্যব্যে হাসপাতালের শুভ কামনা করেন ও তার নিজস্ব তহবিল থেকে ১ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। এবং তিনি আরো বলেন আমার পক্ষ থেকে ও বিভিন্ন দাতা সংস্থা, এনজিও সহ অণ্যান্য সংস্থা ও সরকারী বরাদ্ধ দিয়ে এই হাসপাতালের যত বরাদ্ধ দেয়া যাবে আমি তা দিয়ে হাসপাতালের উন্নয়নে সহযোগিতা করব।

স্বাস্থ্য এ সম্পর্কিত আরও পড়ুন: